এ বছর হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৭ আগস্ট; চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর; চলবে ৮ নভেম্বর পর্যন্ত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রী রাশেদ খান মেনন আরো জানান, এ বছর ১ লাখ ১ হাজার ৭১৮ জন হজে যেতে পারবেন। সৌদি আরব ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে। এ বছর হজ ফ্লাইটের বহরে চারটি সর্বাধুনিক বিমান ভাড়া করা হবে। হজ যাত্রীদের টিকিট নিয়ে যাতে কোনো হয়রানি না হয় সেজন্য কমিটি গঠন করা হয়েছে।
এ বছর সরকারিভাবে হজ পালনের দু’টি প্যাকেজ রয়েছে। কোরবানির খরচ বাদে প্রথম প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশির হজ পালনে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।
মন্ত্রী বলেন, অন্যান্যবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া করলেও এবার তারা বিমান ভাড়া করবে না। নতুনভাবে আনা চারটি বিমান হজযাত্রী পরিবহনে ব্যবহৃত হবে। এছাড়া হজযাত্রীদের হয়রানি রোধে বিমানবন্দরে এবার ‘সিটি চেকিং’ এর ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
