আটানব্বই হাজার ছয়শ’ আশি জন হাজির জন্য আবাসন, চিকিৎসা ও প্রশিক্ষণের সুবিধা নিয়ে প্রস্তুত রাজধানীর উত্তরার হজ ক্যাম্প। কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে ভিসা আবেদন কার্যক্রম চলমান থাকলেও হজে যেতে আগ্রহীদের রিপোর্ট করতে হবে ২৩ আগস্ট থেকে।
আশকোনার হজ ক্যাম্পটির প্রস্তুতি এখন, হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সেবা দেয়ার জন্য। এবার সরকারি ব্যবস্থাপনায় পনেরশ পাঁচ এবং বেসরকারিভাবে সাতানব্বই হাজার একশ পঁচাত্তর জন হজে যাবেন।
এবারই প্রথম ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে ভিসা আবেদন করা হচ্ছে। সৌদি সরকারের সহায়তায় ১০টি মেশিনে চলছে আবেদন পাঠানোর পাশাপাশি পরিচয়পত্র তৈরির কাজ। প্রাথমিকভাবে এখন ব্যস্ততা ২৭ তারিখের চারটি ফ্লাইটের জন্য।
প্রতিটিতে ২০০ জন করে থাকার সুবিধা নিয়ে ১৫টি ডরমিটরি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। এগুলোর মধ্যে পুরুষদের ১৩টি এবং মহিলাদের জন্য রয়েছে ২টি ডরমিটরি।
তবে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ায় এবার স্বাস্থ্যসেবা ক্যাম্পে সচেতনতা কার্যক্রমও বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যসেবা ক্যাম্পের একজন কর্তব্যরত ডাক্তার বলেন, ‘মার্স ভাইরাস কিভাবে ছড়ায় এবং তারা যাতে এ ভাইরাসে আক্রান্ত না হয় এজন্য কি কি সতর্কতামূলক ব্যবস্থা নিবে তা আমরা জানিয়ে দিচ্ছি।’
ক্যাম্পের পরিচালক জানান, ২৩ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন ও বিভিন্ন ব্যাংকের কার্যক্রম শুরু হবে।
ঢাকা হজ ক্যাম্পের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘হাজিরা যাতে রিয়াল ভঙ্গাতে পারে এজন্য ১৫টি ব্যাংকের শাখা এখানে রয়েছে। বাংলাদেশ বিমান এখান থেকেই টিকিট দিবে এবং এখান থেকেই বাংলাদেশ বিমানের যে সকল হজ যাত্রীরা হজে যাবেন তাদের ইমিগ্রেশন সম্পন্ন হবে।’