দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
ইতোমধ্যে জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি জামাত আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায়ও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
এবার শোলাকিয়ায় ঈদুর আযহার জামাত শুরুর সময় সকাল ৯টা। এতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
শোলাকিয়ার ঈদ জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের দিন দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। এ ট্রেনটি বেলা ১২টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব ফেরত যাবে। অপর ট্রেনটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে কিশোগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে, নারীদের জন্য কিশোরগঞ্জ এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এখানে ইমামতি করবেন মাওলানা ছানাউল্লাহ।