প্রচ্ছদ > ভ্রমণ > ঈদে শিশু বিনোদনকেন্দ্রগুলোতে যা থাকছে
ঈদে শিশু বিনোদনকেন্দ্রগুলোতে যা থাকছে

ঈদে শিশু বিনোদনকেন্দ্রগুলোতে যা থাকছে

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তাই ঈদ উৎসব এলেই শিশুদের যত আবদার। আর তা পূরণ করতেও সচেষ্ট থাকেন অভিভাবকরা। এই বিশেষ দিনে শিশুরা খুঁজে পায় ইচ্ছে পূরণের এক অন্যরকম স্বাধীনতা। বা-মার হাত ধরে ছুটে চলে শিশু বিনোদনকেন্দ্রগুলোতে। ঈদের ছুটিতে নীরব নগরীর শিশু বিনোদন কেন্দ্রগুলোই জাগিয়ে রাখে রাজধানীকে।

জাতীয় শিশু পার্ক
ঈদের দিন বন্ধ থাকলেও পরবর্তী পাঁচ দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে শাহবাগে অবস্থিত জাতীয় শিশু পার্ক।
জাতীয় শিশুপার্কে প্রতি ঈদেই লক্ষ করা যায় শিশুসহ সব বয়সী মানুষের উপচেপড়া ভিড়। শিশুদের বিনোদন যেন ছুঁয়ে যায় সবার মনকে।
এখানে রয়েছে মোটর চালিত ১১টি রাইড, যার প্রতিটি উপভোগ করতে ছয় টাকা মূল্যের টিকিট কাটতে হয়। আর পার্কে প্রবেশ মূল্য আট টাকা। তবে এখানে বাচ্চাদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে ‘নাইন ডি মুভি’। এই মুভি দেখতে প্রত্যেকের খরচ করতে হবে ৬০ টাকা। তবে রাইডগুলোর মধ্যে ‘আনন্দ ঘূর্ণি’  ও ‘রেলগাড়ি’ চড়তেই বেশি আগ্রহ শিশুদের। আর উড়ন্ত বিমান ও নভোযানের প্রতিও আগ্রহ কম নয় তাদের।

শিশুমেলা
ঈদের সপ্তম দিন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শিশুদের অন্যতম বিনোদনকেন্দ্র শিশুমেলা। নামে শিশুমেলা হলেও এখানে বড়দের জন্যও রয়েছে ১৩টি ফ্যামিলি রাইড।
৫০টি রাইডের মধ্যে চুকচুক ট্রেনে চরে ভৌতিক আমেজে বেশি উৎফুল্লতা প্রকাশ করতে দেখা যায় শিশুদের। তবে থ্রি ডি মুভি, বাম্পার কার, প্যারাট্রুপারের প্রতিও শিশুরা সমান আগ্রহী।

আরও আছে
একইভাবে ঈদকে সামনে রেখে ছুটিতে ফাঁকা এই ঢাকা শহরকে প্রাণ ফিরিয়ে দিতে মিরপুর চিড়িয়াখানা, যমুনা ফিউচার পার্ক, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমসহ প্রতিটি বিনোদন কেন্দ্রই সবরকমের প্রস্তুতি নিয়ে রেখেছে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*