ভিড় ঠেলে কেনাকাটার ঝক্কি-ঝামেলা নেই, নেই যানজটের ভোগান্তিও। ঘরে বসেই ঈদের বাজার সারতে কে না চায়? তাই জমজমাট অনলাইন বাজার। ঈদ উপলক্ষে শীর্ষস্থানীয় সব ই-কমার্স সাইট অনলাইনে সাজিয়েছে নতুন নতুন পণ্যের পসরা। পণ্যে মিলছে ছাড়, নানা উপহার
এখনই ডটকম
এখনই ডটকমে (akhoni.com) ঈদ উপলক্ষে চলছে ডিজিটাল ঈদ মেলা ২০১৪। ৫ জুলাই থেকে শুরু হওয়া এই ডিজিটাল ঈদ মেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত। সংশ্লিষ্ঠরা জানান, এই ঈদে এখনই ডটকম পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কামিজ, শাড়ি, জুয়েলারি, টি-শার্ট, সানগ্লাসসহ বাহারি সব পণ্যের পসরা নিয়ে সেঁজেছে। থাকছে বিশেষ মূল্যছাড়। আগ্রহীরা সাইট ভিজিট করে ডিজিটাল ঈদ মেলার নানা অফার উপভোগ করতে পারবেন।
আজকের ডিল ডটকম
ঈদ উপলক্ষে বিশেষ সাজে সেজেছে আজকের ডিল ডটকম (ajkerdeal.com)। ঈদ উপলক্ষে আজকের ডিলে এসেছে নতুন ও বাহারি পাঞ্জাবি, শাড়ি, গহনা, জুতা, থ্রিপিচ, ফোর পিচ, কিডস ঈদ ড্রেস, সানগ্লাস, ব্রেসলেট, টি-শার্ট, শার্ট, ঘড়ি, জায়নামাজ, হ্যান্ডব্যাগ ইত্যাদি।
প্রতিটি পণ্যেই রয়েছে বিশেষ মূল্যছাড়। সারাদেশে হোম ডেলিভারি সুবিধাসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়নগঞ্জ ও সাভারে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে। অর্থাৎ বাছাইকৃত পণ্য দেখে অর্ডার দিলে পণ্যটি বাসায় পৌছে দেওয়া হবে। এক্ষেত্রে অগ্রিম কোনো টাকা দিতে হবে না।
এ ছাড়া পণ্য পছন্দ না হলে কোন সার্ভিস চার্জ ছাড়াই ফেরত দেওয়া যাবে। অনলাইনে ভিসা/মাস্টার কার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে।
প্রিয়শপ ডটকম
ঈদ উদযাপনকে আরও সহজ, নিরাপদ ও আনন্দময় করার জন্য প্রিয়শপ ডটকমে (PriyoShop.com) বসেছে বাহারি পণ্যের মেলা। অনলাইনে পাওয়া যাচ্ছে কুমিল্লার খাদিসহ আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, জুয়েলারি, ঘড়ি, চশমা, পার্টি পার্স, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী ও বিউটি কেয়ার প্রোডাক্ট। প্রায় প্রতিটি পণ্যেই ঈদ উপলক্ষে রয়েছে বিশেষ মূল্যছাড়। ক্যাশ অন ডেলিভারির সুবিধাসহ বিকাশ ও ব্যাংক ডিপোজিটের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।
এ ছাড়া অনলাইন পেমেন্ট সুবিধা থাকায় প্রবাসী বাংলাদেশীরাও প্রিয়জনের জন্য ঈদ শপিং করতে পারবে। বাংলাদেশের যে কোন প্রান্ত হতে অনলাইনে priyoshop.com এ লগ-ইন করে অর্ডার করা যাবে। অনলাইনের পাশাপাশি ফোন ও ফেইসবুকের মাধ্যমে অর্ডার সুবিধা প্রদান করছে প্রিয়শপ ডটকম।
বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম
মোবাইল অথবা কম্পিউটারে বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম (bangladeshbrands.com) সাইট থেকে ক্রেতারা তাদের পছন্দসই পণ্যটি বেছে নিতে পারবেন। বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলো যেমন রং, এক্সট্যাসি, সাদা-কালো, মেন্সক্লাব, প্রবর্তনা, নগরদোলাসহ আরও ৩৯টি ব্র্যান্ডের ২১ হাজারেরও বেশি রকমের কাপড়, ১০ হাজারেরও বেশি বিভিন্ন ইলেকট্রনিকস ও কম্পিউটার পণ্য নিয়ে ইতিমধ্যেই হাজির বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম সাইটটি।
ঘরে বসে ভিসা কার্ড, মাষ্টার কার্ড, ব্রাক ব্যাংকের কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ কার্ড অথবা যে কোনও ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য কেনা যাবে। এ ছাড়া বিকাশ এর মাধ্যমেও কেনাকাটার সুযোগ রয়েছে।
দেশ-বিদেশের যে কোনও প্রান্তেই অর্ডার করা পণ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ফেডেক্স কিংবা ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
উপহারবিডি ডটকম
উপহারবিডি ডটকমের মাধ্যমে (www.upoharbd.com)অনলাইনে ঘরে বসেই ইফতার কেনা যাচ্ছে। তাও আবার বিশেষ ছাড়ে। এ ছাড়া ঈদের সকল ধরণের কাঁচাবাজার পণ্য পাওয়া যাচ্ছে সাইটটিতে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাংস, পোলাওয়ের চাল, বেসন-ছোলা এমনকি আস্ত খাসি ইত্যাদি প্রয়োজনীয় জিনিষ।
সাইটটিতে ঈদের পোশাক যেমন ছেলেদের পাঞ্জাবি, জায়নামাজ, আতর, মেয়েদের শাড়ি ইত্যাদি পাওয়া যাচ্ছে।
গিফটহাট ডটকম
গিফটহাট ডটকম (www.giftzhaat.com) সাইটটিতে জামদানি, মসলিন ও সিল্কের শাড়িসহ কটনের বিভিন্ন ফ্যাশন পণ্যও বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে প্রতিটি পণ্যে ৬৯ ডলার পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। ঈদের শাড়ি ছাড়াও উপহার হিসেবে সাইটটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট।
শিশুদের জন্যও বিভিন্ন উপহারসামগ্রী রয়েছে। বাচ্চাদের পোশাক ছাড়াও রয়েছে পুতুল, চকোলেট, কার্টুন কেক ও আইসক্রিম।
সিভি স্ট্রিট
সিভি স্ট্রিট ডটকম (civvystreetbd.com) হাল ফ্যাশনের পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, জিন্সসহ নানা পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে। এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসব পাঞ্জাবি। মহিলাদের জন্য থাকছে সিঙ্গেল কামিজ, টপস এবং পালাজ্জো। ২ হাজার ৩৮০ থেকে ২ হাজার ৯৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সিঙ্গেল কামিজগুলো। টপস বিক্রি হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে। আর সিভি স্ট্রিটের মনকাড়া ডিজাইনের লেদার পণ্যতো রয়েছেই।
এ ছাড়া ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার। ২ হাজার ৫০০ টাকার উপরে কেনাকাটা করলেই থাকছে আকর্ষনীয় উপহার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে মোট দামের উপর ১০ শতাংশ ছাড় পাবেন।
গিফটমেলা ডটকম
গিফটমেলা ডটকমে (www.giftmela.com) ঈদে এবার রঙ, জয়ীতা, মনসা, গিফটমেলাসহ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের কটনের পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি ও সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে।
ঈদের শপিং ছাড়াও উপহারসামগ্রী হিসেবে এখানে রয়েছে হাজারো পণ্যের সমাহার। কিছু কিছু পণ্যে বিশেষ ছাড়ও রয়েছে।
আমারপণ্য ডটকম
আমারপণ্য ডটকমে (www.amarponyo.com) দেশি বিভিন্ন বুটিক হাউস, গার্মেন্টস ফ্যাক্টরি, জুতাসহ অন্যান্য পণ্য প্রস্তুতকারক, হস্তশিল্পসহ দেশে বিকাশমান বড় বড় ব্র্যান্ডের পণ্য মিলছে। আরএফএলের রিগ্যাল ফার্নিচার পাওয়া যাচ্ছে এখানে। সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছে। ঢাকায় ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এবং ঢাকার বাইরে হলে অগ্রীম পরিশোধ করে কুরিয়ারের মাধ্যমে পণ্য পাওয়া যাচ্ছে।
এবার ইদের আগে যারা এ স্টোরে নিবন্ধন করেছেন তাদের একটি ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। এ কুপন ব্যবহার করে গ্রাহকরা কোরবানির ঈদ পর্যন্ত ১০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন।
বাসবিডি ডটকম
অনলাইনে বাসের টিকিট কেনাবেচার ওয়েবসাইট বাসবিডি ডটকম (www.busbd.com) এবারের ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ সুবিধা নিয়ে এসেছে। পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট।
অনলাইনে যে কেউ নির্দিষ্ঠ রুটের বাসের টিকিট কিনতে পারবেন সহজেই। ফলে ঈদে বাসের টিকিট কাটতে আর লাইনে দাড়ানোর ভোগান্তি পোহাতে হবে না।
বর্তমানে দেশ ট্র্যাভেলস, ন্যাশনাল ট্র্যাভেলস, শ্যামলী পরিবহনসহ বিভিন্ন রুটের গাড়ির টিকিট বিক্রি করছে বাসবিডি ডটকম।
ফেইসবুকেও চলছে কেনাবেচা
ই-কমার্স সাইটগুলোর মতোই দেশের বেশ কয়েকটি ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনে কেনাবেচা চালানো হয়। ই-কমার্স সাইটগুলোর মতোই ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনে কেনাবেচা চালাচ্ছে স্টাইল ওয়ার্ল্ড কালেকশন (facebook.com/swcbd),
টি-জোনবিডি (facebook.com/ TZONEBD), রূপকথা জামদানি (facebook.com/Rupkotha.Jamdani), বাংলাদেশ অনলাইন শপিং সেন্টার (facebook.com/BangladeshOnlineShopingCenter), সাফা অ্যান্ড জুনিস ওয়ার্ডরোব (facebook.com/shafanzuni/photos_stream)), বাংলাদেশি গয়নাসহ (facebook.com/pages/Bangladeshi-Gohona) বেশ কয়েকটি উদ্যোগ। এসব পেইজের পোস্টে কমেন্ট বা বার্তা পাঠানোর পাশাপাশি সেখানে দেওয়া নম্বরে কল করেও পণ্যের অর্ডার দেওয়া যায়।
ক্লাসিফায়েড সাইটে কেনাবেচা
পণ্য কেনাবেচায় জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ওয়েবসাইট। এগুলো হলো- বিক্রয় ডটকম (bikroy.com), ক্লিক বিডি (clickbd.com), এখানেই ডটকম (ekhanei.com), ওএলএক্স (olx.com.bd), কারমুডি ডটকম (carmudi.com.bd), লামুডি ডটকম (lamudi.com.bd) ইত্যাদি। এখান থেকে যেকোনো ক্রেতা বা বিক্রেতা তাদের পণ্য কোনো ঝামেলা ছাড়াই কেনাবেচা করতে পারেন।
আবার কেউবা নতুন আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিষে নতুনত্ব আনার জন্য তাদের পুরাতন বা ব্যবহৃত পণ্য বিক্রি করার জন্যও এসব সাইটগুলোতে বিজ্ঞাপন দিচ্ছে। এখান থেকে যে কোনো ক্রেতা বা বিক্রেতা তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারেন।
চলছে অনলাইন ঈদমেলা
www.emelabd.net-এ ১০ জুলাই থেকে অনলাইন ঈদ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘র্যালি রাউন্ড’। মূল্য ছাড়ে পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন উপহারও থাকছে এ মেলায়। এতে অংশ নিয়েছে আজকের ডিল, এখনি, চারুপ্রাঙ্গণ, ওরিয়েন্টাল সার্ভিসেস, ই-সুফিয়ানা, স্মার্ট টেকনোলজিস, বিজনেস ল্যান্ড, নারীতা বিডি, ইউনিক বিজনেস সিস্টেম, তাসনিফ বিউটি কেয়ার, গ্লোবাল ব্র্যান্ড, বাংলা হ্যান্ডি ক্রাফটস, শৈলী ফ্যাশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঈদের দিন পর্যন্ত চলা এ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রিপিস, টি-শার্ট, গয়না, জুতা, কসমেটিকস, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন পণ্য কেনা যাবে।