শহরে নতুন বাড়ি করার পর দরকার হয় পানি সংযোগের। আর এ কাজটি করে থাকে ওয়াসা। তবে চাইলেই ওয়াসা কর্তৃপক্ষ আপনার বাড়িতে পানি সংযোগ দিয়ে দেবে না। এ জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
আবেদনপত্র সংগ্রহ
নতুন সংযোগের ক্ষেত্রে ওয়াসা ভবনের হিসাব বিভাগ অথবা ওয়াসার জোনাল অফিস থেকে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া ওয়াসার ওয়েবসাইট (dwasa.org.bd) থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
দরকারি কাগজপত্র
সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে নিম্নোক্ত কাগজগুলো জমা দিতে হবে-
* জমির মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ
* অভ্যন্তরীণ প্লাম্বিং নকশাসহ ইমারতের নকশা
* ভাড়াটে বা অস্থায়ী আবেদনকারীর জন্য মালিকের কাছ থেকে সংযোগ গ্রহণের অনাপত্তিপত্র।
সংযোগ প্রাপ্তি
আবেদনপত্র পাওয়ার তিন-চার কর্মদিবসের মধ্যে জোনাল অফিস সরেজমিনে তদন্ত করে। এরপর জোনাল অফিস আবেদনকারীকে ডিমান্ড নোট ইস্যু করে। পরিশোধিত ডিমান্ড নোটের কপি পাওয়ার পর সংযোগ অনুমতিপত্র জারি করে। এরপর আবেদনকারী ওয়াসার সুপারিশ করা মালামাল সংগ্রহ করবেন। সাধারণত আবেদন করার ৩০ দিনের মধ্যেই গ্রাহক সংযোগ পেয়ে থাকেন।
মিটার স্থাপন
প্রতিটি নতুন পানির সংযোগ প্রদানে মিটার বাধ্যতামূলক করা হয়েছে। মিটার সংগ্রহ শেষে ২০০ টাকা ফি জমা দেওয়ার দুই কর্মদিবসের মধ্যে আসাদ গেটে অবস্থিত ঢাকা ওয়াসার মিটার টেস্টিং ওয়ার্কশপ মিটার সম্পর্কে টেস্টিং রিপোর্ট দেবে। ওয়ার্কশপ থেকে মিটার টেস্টিংসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে জোনাল অফিস মিটার স্থাপনের ব্যবস্থা নেবে।
যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগ করতে পারেন-
ওয়াসা ভবন
৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫
ফোন : ০২-৯১২০৫৫৭, ০২-৮১৮৯২০২
অথবা কল করতে পারেন ১৬১৬২ নম্বরে।