প্রচ্ছদ > জেনে নিন > ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

শুধুমাত্র কূটনীতিক এবং প্রাতিষ্ঠানিক পাসপোর্টধারী ছাড়া সবধরনের ভিসা আবেদনকারীর আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজটি করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। ভিসা আবেদন করতে হবে অনলাইনে http://indianvisaonline.gov.in/visa/ এই ওয়েবসাইটের মাধ্যমে।

যেসব ক্যাটাগরিতে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যায়ঃ

কূটনৈতিক ভিসা,ইমার্জেন্সি ভিসা,বিজনেস ভিসা,কনফারেন্স ভিসা,এমপ্লয়মেন্ট ভিসা,এন্ট্রি ভিসা,জার্নালিস্ট ভিসা,মেডিকেল ভিসা,মিশনারি ভিসা,স্টুডেন্ট ভিসা,ট্যুরিস্ট ভিসা,ট্রানজিট ভিসা,রিসার্চ ভিসা,দু’মাসের মধ্যে পুনঃপ্রবেশের অনুমতিসহ ভিসা,জার্নালিস্ট ভিসা, ইত্যাদি।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো:

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, গুলশান, ঢাকা ঠিকানা:

লেক ভিউ, বাড়ি: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।

ফোন: 00-88-02-9893006, 8833632

মোবাইল ফোন: 0171 3389499

ফ্যাক্স: 00-88-02-9863229

ই-মেইল: info@ivacbd.com

ওয়েবসাইট: www.ivacbd.com

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, মতিঝিল, ঢাকা ঠিকানা:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সাধারণ বিমা ভবন, ২৪-২৫, দিলকুশা, বাণিজ্যিক এলাকা,

ফোন: 00-88-02-9553371, 9554251

ফ্যাক্স: 00-88-02-9563991

ই-মেইলinfo@ivacbd.com

ওয়েবসাইট: www.ivacbd.com

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, চট্টগ্রাম  

ঠিকানা:

২১১১, জাকির হোসেন রোড, হাবিব লেন, চট্টগ্রাম।

(হলিক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে)

ফোন: 00-88 -031-2551100

ফ্যাক্স: 00-88-031-2524492

ই-মেইল: ivacctg@colbd.com

ওয়েবসাইট: www.ivacbd.com

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, সিলেট ঠিকানা:

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রোজ ভিউ কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট- ৩১০০

টেলিফোন: 00-88-0821 – 719273

ফ্যাক্স: 00-88-0821-719932

ই-মেইল: info@ivacbd.com

ওয়েবসাইট:  www.ivacbd.com

ভারতীয় ভিসা আবেদন জমাদান কেন্দ্র, খুলনা ঠিকানা:

ড. মতিয়ার রহমান টাওয়ার, ৬৪, কেডিএ এভিনিউ, কেডিএ কমার্শিয়াল এরিয়া, ব্যাংকিং জোন, খুলনা-৯১০০

টেলিফোন: 00-88-041-2833893

ফ্যাক্স: 00-88-041-2832493

ই-মেইল: info@ivacbd.com

ওয়েবসাইট: www.ivacbd.com

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, রাজশাহী ঠিকানা:

মরিয়ম আলী টাওয়ার, হোল্ডিং নম্বর-১৮, প্লট নম্বর- ৫৫৭, দ্বিতীয় তলা, পুরাতন বিলসিমলা, গ্রেটার রোড, বর্ণালী মোড়, দ্বিতীয় তলা, ওয়ার্ড নম্বর-১০, রাজশাহী।

ফোন: 88-0721-812534, 88-0721-812535

ই-মেইল: info.rajshahi@ivacbd.com 

ওয়েবসাইট: www.ivacbd.com

ভিসা আবেদন ফি (অফেরতযোগ্য)

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য কোন ভিসা ফি প্রয়োজন হয় না, তবে ভিসা প্রসেসিং ফি দিতে হয়।

কেন্দ্র প্রতি আবেদনপত্রের জন্য ভিসা প্রসেসিং ফি (টাকা)
গুলশান, ঢাকা ৬০০
মতিঝিল, ঢাকা ৬০০
চট্টগ্রাম ৬০০
সিলেট ৭০০
খুলনা ৭০০
রাজশাহী ৬০০

পাসপোর্ট সংগ্রহ:

ভিসা আবেদনের সময় পাসপোর্ট জমা দেয়ার পর ভিসা ইস্যু হয়েছে কিনা তা ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে হবে, ভিসা ইস্যুর পর ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তিন মাস পেরিয়ে যাওয়ার পরও পাসপোর্ট সংগ্রহ না করলে পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানা বা বাংলাদেশ সরকারের যথাযথ দপ্তরে পাসপোর্ট পাঠিয়ে দেয়া হয়। তাই এ ঝামেলা থেকে রেহাই পেতে যথাসময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে নিচের ঠিকানাগুলোতে যোগাযোগ করা যেতে পারেঃ

ব্যবস্থাপক (প্রশাসন),

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র,

বাড়ি নম্বর: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা।

ফোন: 02-8833632

ফ্যাক্স: 02-9863229

ই-মেইল: Info@ivacbd.com

অথবা

চিফ অপারেটিং অফিসার,

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র,

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া,

উদয় টাওয়ার, গুলশান-১, ঢাকা।

ফ্যাক্স: 02-8835602

ই-মেইল: manager@sbigb.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*