প্রচ্ছদ > জেনে নিন > সাঁতার শিখতে চাইলে
সাঁতার শিখতে চাইলে

সাঁতার শিখতে চাইলে

নদীমাতৃক এদেশে সাঁতার জানা থাকা সকলের জন্য আবশ্যক। নিজেকে রক্ষার পাশাপাশি সাঁতারের মাধ্যমে শারীরিক ব্যায়ামও হয়ে থাকে। ইট-পাথরের এই যান্ত্রিক নগরে পুকুর ও নদী-নালার অভাবে অনেকেই সাঁতার জানে না। তবে ঢাকা শহরে বেশ কিছু প্রতিষ্ঠানে সুইমিংপুল রয়েছে, যেখানে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়। যেমন – হোটেল সোনারগাঁও, র‌্যাডিসন ওয়াটার গার্ডেন, দ্যা ওয়েস্টিন, বঙ্গবন্ধু জাতীয় সুইমিংপুল, জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স (মিরপুর), বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল প্রভৃতি।

 যোগাযোগঃ

হোটেল সোনারগাঁও ফোন: ৮১৪০৪০১
হোটেল র‌্যাডিসন ফোন: ৮৭৫৪৫৫৫
দ্যা ওয়েস্টিন ফোন: ৯৮৯১৯৮৮
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল ফোন: ৯৫৬৭৭১৪
জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর ফোন: ৯০০১২৭২
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ফোন: ৯১১৯৭০৪
অফিসার্স ক্লাব ফোন: ৯৩৪৬৬৭৭, ০১৯২৩-৬২৫০৯৬, ০১৬৭১-৬৮৩১৭১
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল ফোন: ০১৭১৯৮৭৮৯৪৮

কোর্সের মেয়াদ ও ক্লাস সংখ্যা:

হোটেল সোনারগাঁও ১ মাস (সপ্তাহে ৪ দিন), সর্বমোট ১৬টি ক্লাস
হোটেল র‌্যাডিসন সপ্তাহে ৭ দিন, সর্বমোট ১০টি ক্লাস
দ্যা ওয়েস্টিন সপ্তাহে ২ দিন, সর্বমোট ১৬টি ক্লাস
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল সপ্তাহে ৪ দিন, (১মাস)
জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর সপ্তাহে ৪ দিন, (১ মাস)
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা সপ্তাহে ৭ দিন
অফিসার্স ক্লাব সপ্তাহে ৬ দিন, (১ মাস)
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল সপ্তাহে ৪ দিন, সর্বমোট ১৬টি ক্লাস

খরচ:

হোটেল সোনারগাঁও এক মাসের কোর্সে ১২ বছরের নিচের শিশুদের জন্য লাগে ১৭,৫০০ টাকা। তবে একই পরিবারের দুজন সদস্য একসঙ্গে ভর্তি হলে দুই হাজার টাকা ছাড় দেয়া হয়।
হোটেল র‌্যাডিসন ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদের এক বছরের খরচ ৬৬ হাজার ৪১২ টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের ৪৭ হাজার ৪৩৮ টাকা। প্রশিক্ষণর্থীদের জন্য ৩০,০০০ টাকা
দ্যা ওয়েস্টিন ৫ থেকে ১২ বছরের শিশুদের ১৫ হাজার টাকা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল দেড় হাজার টাকা (মাসিক)
জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর দুই হাজার টাকা (মাসিক)
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ভর্তি ফি ৫০০ টাকা আর মাসিক ফি দেড় হাজার টাকা।
অফিসার্স ক্লাব তিন হাজার টাকা (মাসিক)
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল দুই হাজার টাকা (মাসিক)

সময়সূচী:

হোটেল সোনারগাঁও শুক্রবার ও শনিবার সকাল ৯ টা থেকে ১০ টা
রবিবার ও সোমবার বিকাল ৩ টা থেকে ৪ টা
হোটেল র‌্যাডিসন প্রশিক্ষকের দেওয়া সিডিউল অনুযায়ী
দ্যা ওয়েস্টিন শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১২টা থেকে ১টা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে ৫টা
জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ছেলেদের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা এবং মেয়েদের জন্য দুপুর ১টা থেকে বিকেল ৩টা
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা সপ্তাহের ৭ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৩টা থেকে ৫টা
অফিসার্স ক্লাব বুধবার বাদে সপ্তাহের ৬ দিন প্রশিক্ষকের দেওয়া সিডিউল অনুযায়ী
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল সপ্তাহে ৪ দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা

নিয়মাবলী ও অন্যান্য সুবিধা:

হোটেল সোনারগাঁও ছোটদের জন্য আলাদা সুইমিংপুল আছে।

প্রতি মাসের শুরুতে ভর্তি হওয়া যায়।

হোটেল র‌্যাডিসন সাঁতার কাটার জন্য এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হয়।

সপ্তাহে সাত দিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সাঁতার কাটা যায়।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা শুধুমাত্র মেয়েদের জন্য সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে।
অফিসার্স ক্লাব সদস্য না হয়েও এখানে সাঁতার কাটা ও শেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল ছেলে ও মেয়েদের জন্য এখানে আলাদা ক্লাসের ব্যবস্থা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র ১০০ টাকা দিয়ে এক মাসের জন্য ভর্তি হতে পারবে।

ভর্তি হলে সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে মাসে আটবার সাঁতার কাটা যায়।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*