প্রচ্ছদ > জেনে নিন > ৪৮ পাতার পাসপোর্ট পুনরায় চালু
৪৮ পাতার পাসপোর্ট পুনরায় চালু

৪৮ পাতার পাসপোর্ট পুনরায় চালু

দুই মাস বন্ধ থাকার পর আবারো চালু হলো ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের বই। এখন থেকে যারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাদের পূর্বনির্ধারিত ফিতে ৪৮ পাতার বই দেবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত ২৯ মে কোনো কারণ উল্লেখ না করেই ৪৮ পাতার বই ইস্যু বন্ধ করেছিল অধিদপ্তর। এতে প্রয়োজন না হলেও পাসপোর্ট করতে অনেককে বাধ্য হয়ে বাড়তি ফি গুণতে হচ্ছিল। তবে আগের মতো ৬৪ পাতার পাসপোর্ট বইও ইস্যু করবে পাসপোর্ট অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালিককে চিঠি
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে ইতোমধ্যে ৪৮ পাতার বই পুনরায় ইস্যুর বিষয়ে ই-পাসপোর্ট ও ই-গেটের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক কার্যালয়ের কর্নেল মো. খালিদ সায়ফুল্লাহ স্বাক্ষরিত পত্রে বলা হয়, একজন গ্রাহক ই-পাসপোর্টের ৪৮ অথবা ৬৪ পাতার যে কোনো একটি বইয়ের জন্য আবেদন করতে পারবেন।

৪৮ পাতা ৫ বছর মেয়াদ
৪৮ পাতার ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট আবেদন করতে পারেন। এতে তিনটি ক্যাটাগরি আছে। ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৪০২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’তে সাত কার্যদিবসে পেতে ৬৩২৫ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে ৮৬২৫ টাকা জমা দিতে হবে। তবে সুপার এক্সপ্রেস ডেলিভারির আবেদন করতে হলে আবেদনের আগেই আবেদনকারীকে নিজ দায়িত্বে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে।

৪৮ পাতা ১০ বছর মেয়াদ
মেয়াদ বেশি চাইলে ১০ বছর মেয়াদের ৪৮ পাতার ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। এতেও তিনটি ক্যাটাগরি আছে। ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৫৭৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারিতে সাত কার্যদিবসে পেতে ৮০৫০ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে একজন আবেদনকারীকে ১০ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে।

৬৪ পাতা ৫ বছর মেয়াদ
পাতার বেশি প্রয়োজন হতে পারে মনে হলে ৫ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট আবেদন করতে পারেন। এতে তিনটি ক্যাটাগরি আছে। ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৬৩২৫ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারি’তে সাত কার্যদিবসে পেতে ৮৬২৫ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারি’তে ২ কার্যদিবসের মধ্যে পেতে একজন আবেদনকারীকে ১২ হাজার ৭৫ টাকা জমা গুনতে হবে।

৬৪ পাতা ১০ বছর মেয়াদ
একই সঙ্গে পাসপোর্টের পাতা ও মেয়াদ বেশি প্রয়োজন হলে ১০ বছর মেয়াদের ৬৪ পাতার ই-পাসপোর্ট ই-পাসপোর্ট আবেদন করতে পারেন। এতেও আছে তিনটি ক্যাটাগরি। ‘রেগুলার ডেলিভারি’ ক্যাটাগরিতে ১৫ কার্যদিবসের পেতে ৮০৫০ টাকা, ‘এক্সপ্রেস ডেলিভারিতে সাত কার্যদিবসে পেতে ১০৩৫০ টাকা এবং ‘সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ২ কার্যদিবসের মধ্যে পেতে গ্রাহক প্রতি ১৩ হাজার ৮০০ টাকা জমা দিতে হবে।

আরও কিছু তথ্য
ই-পাসপোর্ট উভয় ফির সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। সরকারি চাকরিজীবীরা রেগুলার ডেলিভারির জন্য আবেদন করলেও স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ফিতে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পাবেন। বিদেশে বেশি যাতায়াত থাকলে ৬৪ পৃষ্ঠার আবেদন করতে পারেন। তবে বেশি পাতার প্রয়োজন না হলে ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের আবেদন করাই বুদ্ধিমানের কাজ। ই-পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য পাওয়া যাবে www.epassport.gov.bd ও infopedia.com.bd ওয়েবসাইটে।

Comments

comments

Comments are closed.