নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা না টানালে দোকানের লাইসেন্স বাতিল ও পণ্য বাজেয়াপ্ত করবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, “বাজারের প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সহজে দর্শনীয় স্থানে টানিয়ে রাখতে হবে। একইসঙ্গে পণ্য কেনা-বেচার সময় পাকা রশিদ সরবরাহের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি পণ্যের খুচরা নির্ধারিত মূল্যে বিক্রয় করতে হবে।”
এতে আরো বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং প্রতিটি জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম নিয়মিতভাবে এ সকল মূল্যতালিকা তদারকি করবে। যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের এসব নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বা নিবন্ধন সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিশেষ করে আদা, ছোলা, ডাল ও ডাবলির মজুত, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার পণ্যগুলোর আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভা করেন।
সভায় রমজানে কোনো ধরনের পণ্যের মূল্যবৃদ্ধি পাবে না এবং সরবরাহ কম হবে না এবং বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি মজুত রয়েছে ব্যবসায়ীরা সরকারকে আশ্বস্ত করেছেন।