বিশ্বকাপ ফুটবল আসরের উন্মাদনা বিশ্বজুড়ে। ব্রাজিল গিয়ে খেলা দেখতে মন তো খুবই চাইছে, কিন্তু কয়জনের আর সেই সুযোগ হবে। বসার ঘরের টেলিভিশনটাই তাই ভরসা। অনেকেই নতুন টেলিভিশন কিনতে চাইছেন। এ উপলক্ষে নানা ব্রান্ডের টিভিতে মিলছে ছাড়সহ বিশেষ সুযোগ।
স্যামসাং
স্যামসাং টিভি কিনে সপরিবারে বিদেশভ্রমণের সুযোগ পেতে পারেন। বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া ৩২টি দেশের মধ্যে পছন্দের যেকোনোটিতে যেতে পারবেন। সঙ্গে প্রতিদিন জিতে নিতে পারেন স্যামসাং স্মার্টফোন। এ ছাড়া স্ক্র্যাচকার্ড ঘষে পাওয়া যেতে পারে ছাড়। স্যামসাংয়ের ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের এলইডি টিভি রয়েছে। দাম পড়বে ৩৯ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। স্যামসাং টিভির বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকসের পণ্য ব্যবস্থাপক নাহিদ হাসান জানালেন, এবারের বিশ্বকাপ উপলক্ষে আনা হয়েছে ৬৫ ইঞ্চি বাঁকানো পর্দার ইউএইচডি টিভি। দাম পড়বে ১০ লাখ টাকা।
ট্রান্সটেক
বিশ্বকাপ উপলক্ষে ট্রান্সকম ডিজিটালের ট্রান্সটেক টিভি কিনে জিতে নিতে পারেন স্পেন ভ্রমণের সুযোগ। এ ছাড়া ১৯, ২২ ও ২৪ ইঞ্চি টিভি কিনলেই ৫০০ টাকা ছাড়ের পাশাপাশি উপহার পাওয়া যাবে একটি দেয়ালঘড়ি। একই উপহার পাওয়া যাবে ৩২ ইঞ্চি টিভিতেও। ট্রান্সটেক টিভি কেনা যাবে ১৫ থেকে ৪৭ হাজার টাকার মধ্যে।
সিঙ্গার টিভি
সিঙ্গারের সব ধরনের এলইডি টিভির সঙ্গে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এই ছাড় হতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া প্রতিটি টিভির সঙ্গেই দেওয়া হচ্ছে প্রিয় দলের জার্সি। প্রিয় দলের নাম লিখে স্মার্টফোন জেতারও সুযোগ রয়েছে।
সনি–র্যাংস
সনি–র্যাংগসের ৩৪ ইঞ্চি টিভির দাম ২১ হাজার ৯০০ টাকা। সঙ্গে এক হাজার ৫০০ টাকায় ডিভিডি প্লেয়ার দেওয়া হচ্ছে। এ ছাড়া ১৪ ইঞ্চি টিভি সাত হাজার ৮০০ ও ২১ ইঞ্চি টিভি ১১ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ক্রেতাদের র্যাফল ড্রয়ের মাধ্যমে ৫০টি আকর্ষণীয় উপহার দেওয়া হবে। এর মধ্যে হোম থিয়েটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও রেফ্রিজারেটর রয়েছে। এ ছাড়া সনি–র্যাংগসের ফেসবুক পেজে (www.facebook.com/sonyrangs) বিভিন্ন কুইজে অংশ নিয়েও পাওয়া যাবে নানা ধরনের উপহার।
কনকা
কনকা এলইডি টেলিভিশন কিনলে পাবেন চার বছরের প্যানেল ওয়ারেন্টি। এ ছাড়া স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নিতে পারেন ৪২ ইঞ্চি এলইডি টিভি অথবা নগদ টাকা ছাড়।
ওয়ালটন টিভি
ওয়ালটন টিভিতে বিশ্বকাপ উপলক্ষে ছাড় চলছে। যেমন ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ধরা হয়েছে ৩৩ হাজার ৯০০ টাকা। ১৪ ইঞ্চি টিভির দাম সাত হাজার ৬০০ টাকা ও ২১ ইঞ্চি ১০ হাজার ৯৫০ টাকা। ১ জুন থেকে ওয়ালটনের টিভির সঙ্গে উপহার দেওয়া হচ্ছে একটি পোলো টি-শার্ট।
আতাশি টিভি
নিটোল ইলেকট্রনিকসের ব্র্যান্ড আতাশি। বিশ্বকাপ উপলক্ষে দুটি নতুন মডেলের এলইডি টিভি এনেছে তারা। ১৬ ইঞ্চির দাম ১২ হাজার টাকা ও ৪২ ইঞ্চির দাম ৬০ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য মডেলের ওপর এক থেকে তিন হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে। নিটোল ইলেকট্রনিকসে বস ব্র্যান্ডের টিভিও পাওয়া যাচ্ছে।
শার্প
শার্প টিভির তিনটি মডেলে দেওয়া হচ্ছে ছাড়। এই ছাড়ের পরিমাণ এক থেকে প্রায় ছয় হাজার টাকা পর্যন্ত। ২৯, ৩২ ও ৩৯ ইঞ্চি টিভির ওপর এই ছাড় দেওয়া হচ্ছে।
ভিশন টিভি
বিশ্বকাপ উপলক্ষে আরএফএল ইলেকট্রনিকসের ভিশন টিভির সঙ্গে দেওয়া হচ্ছে নানা উপহার। দামেও দেওয়া হয়েছে ছাড়। এর মধ্যে ৬৫ হাজার টাকায় ৪২ ইঞ্চি এলইডি টিভির সঙ্গে দেওয়া হচ্ছে একটি সিলিং ফ্যান। ৩২ ইঞ্চি টিভির দাম ৪০ হাজার টাকা আর উপহার হিসেবে দেওয়া হচ্ছে টেবিল ফ্যান। ২৪ ইঞ্চি টিভির সঙ্গে পাবেন বৈদ্যুতিক কেতলি, দাম ১৮ হাজার টাকা এবং ১৯ ইঞ্চির টিভির সঙ্গে আছে ইস্তিরি, টিভির দাম পড়বে ১৬ হাজার ৩০০ টাকা।
মাই ওয়ান টিভি
মাই ওয়ান টিভিতে চলছে ছাড়। সঙ্গে আছে র্যাফল ড্র। আর র্যাফল ড্রতে জিতলেই পাওয়া যাবে জাপান ভ্রমণের সুযোগ, নগদ টাকা, ডিনার সেট, ফুটবল ও জার্সি। মাই ওয়ানের ১৪ থেকে ২১ ইঞ্চির সাধারণ টিভি এবং ১৪ থেকে ৪২ ইঞ্চি এলইডি টিভি রয়েছে৷