বাংলাদেশের গাড়ি বিকিকিনির জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট কারমুডি দেশের গাড়ির বাজার সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশের সব ধরনের গাড়ির শো-রুমগুলোকে একটি অনলাইন প্লাটফর্মের আওতায় আনতে কারমুডি নিয়ে এসেছে একটি ভার্চুয়াল শোরুম।
এখান থেকে যে কোনো যানবাহন ক্রেতা গাড়ি, মোটর সাইকেল ছাড়াও প্রায় সব ধরনের যানবাহন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন।
এ প্রসঙ্গে কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান জানালেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বাজার বেশ সম্ভাবনাময়। এখানে কারমুডি বিশেষ ক্ষেত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে। গাড়ি কেনার ঋণ সীমা বাড়ানো এবং ক্রমবর্ধমান অনলাইন গ্রাহক কারমুডির মত যানবাহন কেনাবেচার অনলাইন মাধ্যমকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।
এ উদ্যোগের প্রতিফলন হিসেবে কারমুডি ঢাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন গাড়ি বিক্রেতাদের কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সহায়তা করবে। কারমুডির সহযোগিতায় শোরুমগুলোকে ঢেলে সাজানোর কাজ চলছে।
এ শোরুমগুলোতে নতুন ডিজাইনের শপ সাইন লাগানো হয়েছে। অনলাইন গ্রাহকদের সঙ্গে যেন সাধারণ জনগণও কো-ব্র্যান্ডিংয়ের বিষয়টি সম্পর্কে জানতে পারে এ লক্ষ্যে কারমুডির সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের গাড়ির দোকানগুলোর মধ্যে চুক্তি সই হয়েছে।
এখন ঘরে বসেই গাড়িপ্রেমীরা ইন্টারনেটের মাধ্যমে পছন্দের গাড়ি বেছে নিতে পারবেন। এ ছাড়া গাড়ির দোকানের মালিকরাও কারমুডির ওয়েবপেজে তাদের নিজস্ব পণ্যের জন্য একটি ভার্চুয়াল শোরুম তৈরি করতে পারবেন।
এ মুহুর্তে ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত কারহাট, জুম অটো, ফ্যালকন অটো, আশরাফিয়া অটো, চেরি অটো, কর্ণফুলী কার সেন্টার, আল-আমিন কার সেন্টার, নিনজা লিমিটেড, জামান মোটরস ছাড়াও অনেক দোকান কারমুডির কো-ব্র্যান্ড চুক্তি সই করেছে।
কারমুডি শুধু যানবাহন কেনাবেচার জন্য বিশেষায়িত। যানবাহনের বাজারকে আরও সম্প্রসারিত এবং সহজলভ্য করার জন্য নিত্যনতুন উদ্যোগ নিয়ে কাজ করবে তারা।
ফ্যালকন অটোর পরিচালক ইশতিয়াক আহমেদ বললেন, কো-ব্র্যান্ডিং কারমুডির একটি প্রশংসনীয় উদ্যোগ। কো-ব্র্যান্ডের মাধ্যমে বাজারে অন্য প্রতিযোগীদের মাঝে আমাদের শোরুম বিশেষভাবে নজর কেড়েছে। কারমুডি সাইট যানবাহনের জন্য বিশেষায়িত।
এ প্রসঙ্গে জেআর কার সেন্টারের মালিক কে এম নাহিদ পারভেজ বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন অনলাইন বাণিজ্যের মাধ্যমগুলো বিক্রি বাড়ানোর প্রতিশ্রুতি আসে। কিন্তু কারমুডির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এটি যানবাহনের জন্য বিশেষায়িত। ফলে যেসব গ্রাহকেরা যানবাহনে আগ্রহী, গাড়ির দোকানের মালিকেরা যে তাদের কাছে সরাসরি পৌঁছাতে পারবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। কারমুডির ওয়েবসাইটে আমাদের ভার্চুয়াল শোরুমে বিভিন্ন মডেলের গাড়ির ছবি আছে। এটি নতুন ক্রেতাদের আকৃষ্ট করবে। আগ্রহীরা এ বিষয়ে জানতে এবং উপভোগ করতে (www.carmudi.com.bd) এ ঠিকানায় যোগাযোগ করতে পারেন।