প্রচ্ছদ > কেনাকাটা > বিনা মূল্যে শপিংয়ের সুযোগ
বিনা মূল্যে শপিংয়ের সুযোগ

বিনা মূল্যে শপিংয়ের সুযোগ

সামনে বড় দিন, আর সেই বড় দিনের আনন্দকে বাড়িয়ে দিতে গুগল আন অনলাইন শপিং ফেস্টিভ্যাল। আজ বুধবার থেকে শুরু হচ্ছে এই শপিং ফেস্টিভ্যাল, চলবে শুক্রবার পর্যন্ত। গুগল এই শপিং ফেস্টিভ্যালের নাম দিয়েছে গুগল অনলাইন শপিং ফেস্টিভ্যাল, সংক্ষেপে GOSF । এই শপিং ফেস্টিভ্যালে বিশ্বের ৪০০-টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে বলে গুগলের তরফে জানানো হয়েছে।

এই ব্র্যান্ডগুলোর মধ্যে আছে  জেবিএল, নেক্সাস, মাইক্রোম্যাক্স, এইচপি, লেনেভোর মতো ব্র্যান্ড। এই ফেস্টিভ্যালে এমন কিছু গ্যাজেট গ্রাহকরা কিনতে পারবেন, যা এখনো ভারতে লঞ্চই হয়নি। গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি, ফ্রি ডেলিভারির-মতো সুযোগ পাবেন এই শপিং ফেস্টিভ্যালে।

এ ছাড়া এই ফেস্টিভ্যালে থাকবে ১৪ মিনিট ফ্রি শপিংয়ের সুযোগ। এই সময়ের  মধ্যে গ্রাহকরা বিনা মূল্যে শপিং করতে পারবেন। প্রসঙ্গত, গত বছরও গুগলের তরফে এই শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। প্রায় দৃুই মিলিয়ান ভিজিটর এই শপিং ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*