প্রচ্ছদ > ক্যারিয়ার > কোন পরীক্ষার জন্য কোন বই > ক্যারিয়ারে সাফল্যের পথ দেখাবে ”চাকরির চাবিকাঠি”
ক্যারিয়ারে সাফল্যের পথ দেখাবে ”চাকরির চাবিকাঠি”

ক্যারিয়ারে সাফল্যের পথ দেখাবে ”চাকরির চাবিকাঠি”

চাকরি যেন সোনার হরিণ! এর দেখা মেলাই ভার। তবে যথাযথ প্রস্তুতি থাকলে হাতের মুঠোয় ধরা দিতে পারে চাকরি নামক সোনার হরিণ। কেবল মেধা থাকলেই হয় না, সঙ্গে পরিশ্রমও করা চাই। কিন্তু পরিশ্রম বৃথা যেতে পারে যদি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক না হয়। কম সময়ে যথাযথ প্রস্তুতি, টেকনিক ও সফল হওয়ার কৌশল নিয়ে ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার-এর বই ‘চাকরির চাবিকাঠি’। বইটি প্রকাশ করছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘অন্যধারা’।

‘চাকরির চাবিকাঠি’ বইটিতে রয়েছে বিসিএস, ব্যাংক জব, সহকারী জজ, সাব রেজিস্ট্রার, পুলিশ সাব ইন্সপেক্টর, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন তুমুল প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক পরামর্শ। ক্যারিয়ার পরিকল্পনা কিভাবে করতে হবে, কোন চাকরির জন্য কী কী বইপত্র পড়তে হবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে সহজেই চাকরি পাওয়া যাবে- বইটিতে এসব বিষয়ে সঠিক নির্দেশনা পাওয়া যাবে।

বিসিএস ক্যাডার কিংবা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। সাব-রেজিস্ট্রার, সহকারী জজ কিংবা পাইলট হতে চান কেউ কেউ। কারো ব্রত শিক্ষক হওয়ার। কারো স্বপ্ন পুলিশ অফিসার কিংবা আইনজীবী হওয়ার। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো আর স্বপ্ন সত্যি হয় না, এর জন্য জোর প্রস্তুতি নিতে হয়। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সফল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে কর্মরতদের দরকারি পরামর্শ রয়েছে বইটিতে।

রকমারিতে বইটি অর্ডার করা যাবে নিচের লিংকে-
www.rokomari.com/book/210991/chakrir-chabikathi

লেখকের ক্যারিয়ার ও আত্ম-উন্নয়ন বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ ‘হাতের মুঠোয় স্বপ্নের চাকরি’ (প্রকাশক ঐতিহ্য), ‘বিসিএসে বাজিমাত’ (প্রকাশক ইত্যাদি গ্রন্থ প্রকাশ), ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ (প্রকাশক ঐতিহ্য), ‘চাকরিই আপনাকে খুঁজবে’, (প্রকাশক ঐতিহ্য), ‘ওপরে ওঠার সিঁড়ি’ (প্রকাশক ঐতিহ্য), ‘কোন চাকরির কেমন প্রস্তুতি’ (প্রকাশক বেহুলাবাংলা), ‘চাকরি পাওয়ার মন্ত্র’ (প্রকাশক ঐতিহ্য)। শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘নীল পরিদের দেশে’ (প্রকাশক বাবুই) এবং ‘খুদে গোয়েন্দাদের সফল অভিযান’, (প্রকাশক অন্যধারা)।

রকমারিতে বইগুলো পাওয়া যাবে নিচের লিংকে-
www.rokomari.com/book/author/10791/arafat-shahriar

বইবাজারে পাওয়া যাবে নিচের লিংকে-
www.boibazar.com/author-books/Arafat-Shahriar

ইত্যাদিতে পাওয়া যাবে নিচের লিংকে-
www.ittadishop.com/writers/details/4e0eb5ac9dd811e6af9f04018da4a601/arafat-sahriar

Comments

comments

Comments are closed.