সানজিদ আসাদ :::
পরিচালক (ডিরেক্টর) পদে লোক নেবে বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা। জেনে নিন কোন কোন সংস্থায় পরিচালক পদে লোক নেওয়া হবে
১. মিশরের কায়রোর ইউনেস্কো অফিসে ডিরেক্টর পদে আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০১৪।
২. প্যারিসের ইএফএ এবং গ্লোবাল এজেন্ডা কো-অর্ডিনেশন টিম-এ ডিরেক্টর পদে আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল ২০১৪।
৩. প্যারিসের ইউনেস্কো আর্ন্তজাতিক শিক্ষা ব্যুরোর ডিরেক্টর পদে আবেদনের শেষ তারিখ ১০ মে ২০১৪।
৪. আর্ন্তজাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউটের ডিরেক্টর পদে আবেদনের শেষ তারিখ ১০ মে ২০১৪।
এ বিষয়ে অারো জানা যাবে, পলাশী নীলক্ষেত এলাকায় অবস্থিত বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের অফিসে (ব্যানবেইস ভবন, চতুর্থ তলা)।
আবেদনের ঠিকানা ও বিজ্ঞপ্তি পাবেন নিচের লিংকে-
https://infopedia.com.bd/wp-content/uploads/2014/03/Job-Circular-of-Different-Organization.pdf
আর্ন্তজাতিক সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি (পিডিএফ)