প্রচ্ছদ > ক্যারিয়ার > কোন পরীক্ষার জন্য কোন বই > বিসিএস পরীক্ষার্থীদের সাফল্যের পথ দেখাবে ‘বিসিএসে বাজিমাত’
বিসিএস পরীক্ষার্থীদের সাফল্যের পথ দেখাবে ‘বিসিএসে বাজিমাত’

বিসিএস পরীক্ষার্থীদের সাফল্যের পথ দেখাবে ‘বিসিএসে বাজিমাত’

লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্নের চাকরি বিসিএস। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এই চাকরি রীতিমতো বদলে দিতে পারে জীবন। সঙ্গত কারণেই এটি চাকরিপ্রত্যাশীদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে। বিসিএস পরীক্ষায় টিকতে হলে কীভাবে প্রস্তুতি নিতে হবে, টেকনিক কী হতে পারে, এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনার অভাবে অধরাই থেকে যায় অনেকের স্বপ্ন। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নপূরণে সহায়ক বই ‘বিসিএসে বাজিমাত’। বিসিএস নিয়ে প্রায় দুই দশক কাজ করার অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। বইটি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’।

বিসিএস নামক অগ্নিপরীক্ষায় সফল হতে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা-তিনটি ধাপেই ব্যাপক প্রতিযোগিতা করে নিজের জায়গা করে নিতে হয়। বইটিতে বিসিএসের এই তিন পর্বের বিষয়ভিত্তিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ‘বিসিএসে বাজিমাত’ বইটি হাতের কাছে থাকলে বিসিএস ক্যাডারদের পেছনে ছুটতে হবে না। এতে একসঙ্গে মিলবে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে সম্মিলিত মেধাতালিকায় প্রথম ও বিভিন্ন ক্যাডারে শীর্ষস্থান অধিকারীদের পরামর্শ। দেশসেরা মেধাবীরা নিজেদের অভিজ্ঞতার আলোকে বাতলে দিয়েছেন বিসিএস প্রস্তুতির নানা কৌশল, সাফল্যের সহজ সূত্র।

৩৭তম বিসিএসে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে প্রথম রহমত আলী শাকিল, প্রশাসন ক্যাডারে প্রথম তকী ফয়সাল, পুলিশ ক্যাডারে প্রথম হালিমুল হারুন, ৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম ইসমাইল হোসেন, পুলিশ ক্যাডারে প্রথম মো. সালাহ্উদ্দিন রিফাত, ৩৫তম বিসিএসে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে প্রথম মো. ওয়ারিসুল ইসলাম, ৩৩তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় প্রথম রিদওয়ান ইসলাম, প্রশাসন ক্যাডারে প্রথম ও সম্মিলিত মেধায় পঞ্চম অভিজিৎ বসাক, ৩১তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় প্রথম ফারহানা জাহান উপমা, ৩০তম বিসিএসে সম্মিলিত মেধাতালিকায় প্রথম সুশান্ত পালের পরামর্শ আছে বইটিতে।

এছাড়াও আছে ২৯তম বিসিএসে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে প্রথম মো. মাহবুর রহমান, এডমিন ক্যাডারে প্রথম সানজিদা ইয়াছমিন, পুলিশ ক্যাডারে প্রথম মো. তরিকুর রহমান, কাস্টমস ক্যাডারে প্রথম আয়েশা আক্তার, ট্যাক্স ক্যাডারে প্রথম তানিয়া সুলতানা, প্রশাসন ক্যাডারে তৃতীয় ফারুক আহাম্মেদ, ট্যাক্স ক্যাডারে তৃতীয় মহিদুল ইসলাম চৌধুরী, ২৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী মো. রেজাউল করিমসহ বিগত বিসিএস পরীক্ষাগুলোতে সফলদের পরামর্শ।

বিসিএস পরীক্ষার জন্য কী কী বইপত্র পড়তে হবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে ভালো করা যাবে, বিসিএসে টেকার টেকনিকসহ দরকারি সব তথ্য রয়েছে বইজুড়ে। বিসিএস পরীক্ষায় সেরা মেধাবীদের পরামর্শ ছাড়াও পিএসসি’র সাবেক সদস্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, ড. খন্দকার বজলুল হক, ড. মোহাম্মদ মোহাব্বত খানসহ অনেকের পরামর্শ আছে বইটিতে।

চিকিৎসকদের জন্য নেওয়া স্পেশাল বিসিএস নিয়েও রয়েছে প্রস্তুতিমূলক পরামর্শ। লিখেছেন ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে তৃতীয় ডা. ইশফাক আহমদ ও ৩৩তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম ডা. মো. রায়হান আলী মোল্লা। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন যাদের, ‘বিসিএসে বাজিমাত’ বইটি তাদের সফল হওয়ার ক্ষেত্রে দারুণভাবে সহায়ক হবে।

‘বিসিএসে বাজিমাত’ বইটির প্রচ্ছদ করেছেন আরিফুল হাসান। উন্নত কাগজ, মজবুত বাঁধাই ও ঝকঝকে ছাপার ১৯২ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ৩৫০ টাকা। কেনা যাবে ছাড়কৃত মূল্যে ২৬০ টাকায়। ঢাকার নীলক্ষেতের বইবাজার, নিমন বুক সাপ্লাই, বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘর, শাহবাগ আজিজ সুপার মার্কেটের পাঠশালা; চট্টগ্রামের বাতিঘর, সাহিত্য বিচিত্রা; রাজশাহীর বিদ্যাসাগর; খুলনার সোহাগ বুক ডিপো; সিলেটের বাতিঘর, বইপত্র; বরিশালের মাহবুব লাইব্রেরি, আশরাফিয়া, কলেজ লাইব্রেরি; রংপুরের টাউন স্টোর লাইব্রেরি; ময়মনসিংহের সংকলন; যশোরের বাণী বুক ডিপো; বগুড়ার পড়ুয়া, কলেজ লাইব্রেরি; ভোলার পাঠশালা; ফরিদপুরের বইপরিচয়; গোপালগঞ্জের প্রগতি; দিনাজপুর গ্রিন লাইব্রেরি; কুড়িগ্রামের হাসান বুক ডিপোসহ দেশের অভিজাত সব লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বইটি।

অনলাইনে রকমারির www.rokomari.com/book/author/10791 ও বইবাজারের www.boibazar.com/book/bcs-a-bajimat-hardcover লিংক থেকেও বইটি সংগ্রহ করা যাবে। রকমারিতে ১৬২৯৭ ও বইবাজারে ১৬৭০৫ নম্বরে ফোন করেও বইটি অর্ডার করা যাবে। সরাসরি ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’ এর পেইজ থেকেও বিশেষ ছাড়কৃত মূল্যে বইটি সংগ্রহ করা যাবে। ঠিকানা-
www.facebook.com/503674569689921/posts/3722301757827170

Comments

comments

Comments are closed.