সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে আরও ৩০,০০০ শিক্ষক। চলমান ৪৫,০০০ সহকারী শিক্ষক নিয়োগ শেষে নতুন করে এ নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক হতে চান, তাদের জন্য এটি সুখবর।
বর্তমান নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ সুখবর দিয়েছেন। আজ ২৯ জুন ২০২২ গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রমের পাইলটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিয়োগের এ ঘোষণা দেন।
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,০০০ এরও বেশি। এসব স্কুলে শিক্ষকের সংখ্যা সাড়ে ৩ লাখের বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল শিক্ষকদের দিয়ে অনলাইন বদলির পাইলটিং কর্মসূচির সূচনা হলেও পরবর্তীতে এ বদলি সুবিধা পাবেন অধিদপ্তরের কর্মকর্তারাও। আর নতুন শিক্ষক নিয়োগও তবে খুব শিগগির।