প্রচ্ছদ > ক্যারিয়ার > কোন পরীক্ষার জন্য কোন বই > প্রাথমিকে বিদ্যালয়ে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগ আসছে
প্রাথমিকে বিদ্যালয়ে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগ আসছে

প্রাথমিকে বিদ্যালয়ে আরও ৩০,০০০ শিক্ষক নিয়োগ আসছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হবে আরও ৩০,০০০ শিক্ষক। চলমান ৪৫,০০০ সহকারী শিক্ষক নিয়োগ শেষে নতুন করে এ নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক হতে চান, তাদের জন্য এটি সুখবর।

বর্তমান নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ সুখবর দিয়েছেন। আজ ২৯ জুন ২০২২ গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রমের পাইলটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিয়োগের এ ঘোষণা দেন।

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,০০০ এরও বেশি। এসব স্কুলে শিক্ষকের সংখ্যা সাড়ে ৩ লাখের বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল শিক্ষকদের দিয়ে অনলাইন বদলির পাইলটিং কর্মসূচির সূচনা হলেও পরবর্তীতে এ বদলি সুবিধা পাবেন অধিদপ্তরের কর্মকর্তারাও। আর নতুন শিক্ষক নিয়োগও তবে খুব শিগগির।

Comments

comments

Comments are closed.