১। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ক. ৩ ডিসেম্বর ১৯৭১ খ. ৬ ডিসেম্বর ১৯৭১ গ. ৭ ডিসেম্বর ১৯৭১ ঘ. ৯ ডিসেম্বর ১৯৭১ ২। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ গান গেয়েছেন- ক. রবিশঙ্কর খ. জর্জ হ্যারিসন গ. এ আর রহমান ঘ. মাইকেল জ্যাকসন ৩। কনসার্ট ফর বাংলাদেশে আনুমানিক কত হাজার দর্শক-শ্রোতা ছিলেন? ক. ৩০-৩৫ হাজার খ. ৪০-৪৪ হাজার গ. ৫০-৫৫ হাজার ঘ. ৬০-৭০ ...
Read More »ক্যাটাগরি আর্কাইভ: মডেল টেস্ট
এসএসসি প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কে রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন? ক. জিয়াউর রহমান খ. খন্দকার মোশতাক গ. খালেদ মোশাররফ ঘ. এ এস এম সায়েম ২। বাংলাদেশ সরকারের কোন সংস্থাটি সার্বভৌম হিসেবে বিবেচিত? ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ গ. বিচার বিভাগ ঘ. সচিবালয় ৩। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীটি সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়? ক. পঞ্চম সংশোধনী খ. সপ্তম ...
Read More »এসএসসি মডেল টেস্ট : ফিন্যান্স ও ব্যাংকিং
পূর্ণমান: ৪০ ১। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে কী বলে? ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান খ. সমবায় প্রতিষ্ঠান গ. ধর্মীয় প্রতিষ্ঠান ঘ. ব্যবসায়ী প্রতিষ্ঠান ২। সরকারের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আয়ের উত্স হলো— i. আয়কর ii. আমদানি শুল্ক iii. ট্রেজারি বিল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ...
Read More »এসএসসি মডেল টেস্ট : জীববিজ্ঞান
পূর্ণমান: ৩৫ ১। শক্তির মূল উৎস কী? ক. এটিপি খ. সূর্য গ. খাদ্য ঘ. ডিএনএ ২। ‘প্লান্টি’ রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো— i. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান ii. যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের iii. আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ নিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩। প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ...
Read More »এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ ১। সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও গবেষণা করার ক্ষেত্র হচ্ছে- i. ব্যক্তির পারস্পরিক সম্পর্ক ii. গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক iii. প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম হওয়ার যৌক্তিক কারণ কী? ক. সমস্যাবহুল ...
Read More »জেএসসি প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র
পাঠ প্রস্তুতি সারাংশ বা সারমর্ম ১। ছোট ছোট বালুকণা…..স্বর্গসুখ নিত্য দেয় আনি। সারমর্ম : কোনো ক্ষুদ্র বস্তুই তুচ্ছ নয়। সহস্র ক্ষুদ্রের সমন্বয়েই বৃহতের সৃষ্টি। ত্রুটি কিংবা অপরাধ ক্ষুদ্র হলেও ক্রমে তা পাপের দিকে টেনে নিয়ে যায় এবং এর পরিণাম হয় ভয়ংকর। অন্যদিকে করুণা ও স্নেহের ক্ষুদ্র বাণী এ মাটির পৃথিবীতে স্বর্গের সুখ এনে দিতে পারে। ২। শৈশবে সদুপদেশ যাহার না…..না ...
Read More »প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান
বহু নির্বাচনী প্রশ্ন প্রাকৃতিক সম্পদ ১। প্রকৃতিতে সচরাচর কোন প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়? ক. লৌহ খ. কয়লা গ. পানি ঘ. চুনাপাথর ২। বিজ্ঞানীদের মতে, আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে- ক. প্রাকৃতিক সম্পদ খ. প্রাণী সম্পদ গ. জীবাশ্ম সম্পদ ঘ. বায়ু সম্পদ ৩। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? ক. বায়ু খ. কাঠ গ. তেল ঘ. পানি ৪। সবুজ শক্তি হলো- ক. ...
Read More »এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
এইচএসসি পরীক্ষা সামনে। নিশ্চয়ই জোর প্রস্তুতি চলছে। প্রস্তুতির সুবিধার্থে আজ প্রকাশ করা হলো বাংলা মডেল টেস্ট (বহু নির্বাচনী প্রশ্ন)। ঘরে বসেই যাচাই করে নিন প্রস্তুতি কেমন হলো? মডেল টেস্টটি তৈরি করেছেন ন্যাশনাল আইডিয়াল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলাম সময় : ৪০ মিনিট, পূর্ণমান : ৪০ [ প্রতিটি প্রশ্নের মান ১। ] ১। যৌবনের ধর্ম কী? ক. রক্ষণশীলতা ...
Read More »এইচএসসি ২০১৪ মডেল টেস্ট : জীববিজ্ঞান
সামনেই এইচএসসি পরীক্ষা। বিজ্ঞানের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় জীববিজ্ঞান। প্রস্তুতির সুবিধার্থে আজ প্রকাশ করা হলো জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট। প্রস্তুতি কেমন হলো তা যাচাই করে নিন। মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকার খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজের প্রভাষক সুজাউদ্দৌলা। মডেল টেস্ট পাবেন নিচের লিংকে : http://www.kalerkantho.com/print-edition/education/2014/03/14/61723 সূত্র : পড়ালেখা, কালের কণ্ঠ
Read More »