প্রচ্ছদ > শিক্ষা > ক্যাম্পাস > বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাজেট উত্থাপন করলেন প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বাজেট উত্থাপন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গত ৪ জুলাই ২০২২ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ৪৭ কোটি ৪৩ লক্ষ টাকার বাজেট উত্থাপন করা হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।


বাজেট আলোচনায় প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বাজেটের নানা দিক তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছেন শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তারই একটি এ বাজেট অনুষ্ঠানের আয়োজন।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে বাজেট উত্থাপন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, প্রভোস্ট ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

.

Comments

comments

Comments are closed.