প্রচ্ছদ > বিনোদন > আনন্দালোকে > ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা
ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

ঈদে মুক্তি পাবে যেসব সিনেমা

ঈদের সিনেমা মানেই দর্শকের একটু বেশিই আগ্রহ ও উন্মাদনা। ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন ছবি। ঈদ-উল-আযহার অর্থাৎ কোরবানির ঈদকে ঘিরে আবার প্রযোজক, পরিচালকরা প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা মুক্তি দেওয়ার। তবে শেষ পর্যন্ত ঈদের আগে মুক্তি নাও পেতে পারে কিছু চলচ্চিত্র। রইলো কিছু নতুন সিনেমার খবরাখবর :

দিন- দ্য ডে
কোরবানির ঈদে বাড়তি উত্তেজনা ও উন্মাদনা ছড়াতে প্রেক্ষাগৃহে আসছে অনন্ত জলিল-বর্ষা জুটির যৌথ প্রযোজনার বহুল আলোচিত সিনেমা ‘দিন- দ্য ডে’। এ ছবির মধ্য দিয়ে অনেক দিন বড় পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা। সিনেমাটি ঈদ-উল-আযহায় আসবে, এ কথা আগেই জানিয়েছিলেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেইলার বেশ সাড়া জাগিয়েছে দর্শকদের। দর্শক মহলে বাড়তি উত্তেজনা কাজ করছে ‘দিন- দ্য ডে’ সিনেমাটি নিয়ে ।

লিডার: আমিই বাংলাদেশ
ঈদ মানেই যেন নায়ক শাকিব খান। নতুন হোক বা পুরোনো, ঈদের মধ্যে শাকিব খানের সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ই। তবে সবার শাকিব খানের নতুন সিনেমা দেখার আকাঙ্ক্ষা থাকে। তবে এবারের কোরবানির ঈদে সে সম্ভাবনা থাকলেও নিশ্চিত নয়। কোরবানি ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তির কথা রয়েছে। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে প্রযোজক সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটি মুক্তি দেয়ারই ইচ্ছা প্রযোজকের। তবে কাজ শেষ না হওয়ায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রযোজনা সূত্র নিশ্চিত করেছে, দুটি গান বাকি রয়েছে। যদি করে ফেলা যায়, তাহলে মুক্তি পেয়ে যাবে।

অপারেশন সুন্দরবন
র‌্যাবের প্রযোজনা ও ও তত্ত্বাবধানে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। বিগ বাজেটে নির্মিত এ ছবিটি কোরবানি ঈদে মুক্তির কথা ছিল। তবে নানা কারণে সিনেমাটি ঈদের আগে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক দীপঙ্কর দীপন। তবে ঈদে মুক্তি না পেলে, ঈদের পর মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’।

পরান
দীর্ঘদিন আগে নির্মাণ করে রাখা সিনেমা ‘পরান’ আসছে কোরবানির ঈদে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর পরিচালক রায়হান রাফি। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনয় করেছেন এতে। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানিয়েছেন নির্মাতারা। শিগগিরই প্রচারে নামবেন বলে জানান পরিচালক রায়হান রাফি।

বর্ডার
পরিচালক সৈকত নাসির কোরবানির ঈদে সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন । তার পরিচালিত সিনেমা ‘বর্ডার’ ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তিনি। তিনি জানান, তাদের ইচ্ছা ও পরিকল্পনা সিনেমাটি ঈদে মুক্তি দেয়ার। এখন সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে এবং সেন্সর হয়ে গেলে মুক্তির প্রস্তুতি নেবেন।

অন্তরাত্মা
শাকিব খান অভিনীত সিনেমার ভক্ত অনেক। তার নতুন ছবি ‘অন্তরাত্মা’ নিয়েও সিনেমা মহলে আগ্রহ আছে। নতুন এ সিনেমাটি মুক্তি পাবে কি না, এ বিষয়ে কথা বলেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি গণমাধ্যমকে জানান, সিনেমাটি কবে মুক্তি পাবে, নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।

.

Comments

comments

Comments are closed.