গলাটা খালিই রাখি
মিথিলা, অভিনেত্রী
পোশাক
সব সময় নিজের স্টাইলে চলতে পছন্দ করি। আমার কোনো ফ্যাশন আইকন নেই। প্রিয় পোশাক সালোয়ার-কামিজ আর শাড়ি। পরিবেশ বুঝে পোশাক নির্বাচন করি। হালকা যেকোনো রং আমার পছন্দ।
অনুষঙ্গ
সালোয়ার-কামিজের সঙ্গে কানে একটু ঝোলানো দুল পরি। হাতে আংটি থাকে। তবে গলাটা খালিই রাখি। সালোয়ার-কামিজের সঙ্গে স্লিপারই বেশি পরি। শাড়ির সাজটা একটু ভিন্ন। শাড়ির সঙ্গে মিল রেখে হালকা কিছু জুয়েলারি পরি। দুই হাতে বালাজাতীয় চিকন চুড়িও পরা হয় দু-চারটা। একটু উঁচু জুতা পরি এ সময়। এ ছাড়া অন্যান্য সময় অনুষঙ্গ হিসেবে ব্যাগ, ঘড়ি, সানগ্লাস থাকে।
সাজগোজ
হালকা সাজে থাকতেই পছন্দ করি। চোখে কাজল এবং ঠোঁটে হালকা লিপস্টিক থাকে। চুলটা বেশির ভাগ সময় ছেড়ে রাখতে ভালো লাগে। শুটিং এবং টিভি প্রোগ্রাম ছাড়া মেকআপ একদমই নিই না। আর পারফিউম তো অবশ্যই ব্যবহার করি।
রূপচর্চা
পার্লার অপেক্ষা বাড়িতেই নিজের যত্ন নিতে ভালো লাগে। পেডিকিউর, মেনিকিউর, ত্বক বা চুলের যত্ন আমি নিজেই করি। মাঝেমধ্যে পার্লারে যাই।
অবসর
বই পড়ি, সিনেমা দেখি ও রান্না করি।