জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণত বছর বছর উৎসে কর বাড়ানোর চেষ্টা করে। তবে আসছে বছর উৎসে কর কমতে পারে, এমন এক সুখবর দিলেন এনবিআরের সদস্য মো. আলমগীর হোসেন। তিনি জানিয়েছেন, উৎসে কর কমানোর চিন্তা চলছে। আগামী বাজেটে উৎসে কর কমানোর ঘোষণাটি আসতে পারে।
তিনি আরও জানান, অনলাইনে কর প্রদানে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে আয়কর বিভাগ। আগামী বছর রিটার্ন দাখিলে কিছু ক্ষেত্রে অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার আলোচনা হচ্ছে।
আলমগীর হোসেন মনে করেন, আয়কর আইন, রিটার্ন এবং আয়কর প্রদানের ব্যবস্থা সহজ হলে করের আওতা বাড়বে। করদাতাদের মধ্যে করভীতি কমবে। করদাতা নিজেই রিটার্ন পূরণ ও জমা দিতে পারবেন। আগামী জুনের মধ্যে নতুন আয়কর আইন তৈরি হয়ে যাবে। আইনটি বাংলায় সহজবোধ্য করে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। কর ফাঁকি রোধে বিআরটিএসহ একাধিক প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে আয়কর বিভাগের যোগাযোগ স্থাপনের কাজও শেষ পর্যায়ে বলে জানা গেছে।
.