ডায়েটে অমনোযোগী
এমন সব খাবার পছন্দ, যা মানুষকে মেদবহুল করে। ডায়েটিং বলে আমার কিছু নেই। যখন যেটা খেতে ভালো লাগে সেটাই খাই। মন চাইলে রাস্তার পাশের দোকানের খাবারও তৃপ্তি নিয়ে খাই।
আইসক্রিম ও চকোলেটে ফিদা
আইসক্রিমের ক্ষেত্রে গ্রীষ্ম, বর্ষা, শীত কোনো বিষয় নয়। সারা বছর সমানতালে আইসক্রিম খাই। আর চকোলেট দেখলে তো জিভে পানি চলে আসে। ব্যাগে সব সময় চকোলেট রাখি।
ফল-ফাস্ট ফুড প্রতিদিন
প্রতিদিন কোনো না কোনো ফল খাই, তবে তা জুস করে। আস্ত ফলের মধ্যে শুধু আনারসই পছন্দ। ফল ছাড়া ফাস্ট ফুডও প্রায় প্রতিদিন খাওয়া হয়। পাস্তা, পিৎজা আর চিকেন ফ্রাই ভালো লাগে।
খাবার রুটিন
খুবই সাধারণ খাবার খাই প্রতিদিন। সকাল শুরু হয় রুটি আর সবজি দিয়ে। বেশির ভাগ সময় দুপুরে ও রাতে ভাত খাই। তবে পরিমাণে খুবই সামান্য। এ সময় ভাতের সঙ্গে থাকে মাছ বা মাংস। আর ডাল দুই বেলায়ই কমন। মাঝেমধ্যে বিকেলে নুডলস খেয়ে নিই।
রান্নায় বকলম
স্রেফ তিনটি জিনিস রাঁধতে পারি_ডিম ভাজি, নুডলস আর চা। তবে ডিম ভাজি ও নুডলসে মাঝেমধ্যে লবণের পরিমাণ ঠিক থাকে না। আমার মা অসাধারণ রান্না করেন। রান্নাটা তাঁর কাছ থেকে শিখে নিতে চাই।
একনজরে প্রিয়-অপ্রিয়
খাবার : চকোলেট ও আইসক্রিম
প্রতিদিন খাওয়া হয় : ফলের জুস
খেতে অপছন্দ : করলা
হাতের রান্না : আম্মু
মায়ের হাতের রান্না : আমড়া, বেগুন ও চিংড়ির তরকারি
নিজের করা রান্না : নুডলস
ফল : আনারস
ফাস্ট ফুড : পাস্তা
মিষ্টি : পুডিং
বিশেষ দিনে খেতে পছন্দ : যেকোনো রিচ ফুড
গ্রন্থনা : মাসিদ রণ