www.aamirkhan.com
ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য আমির নিজেই চালু করেছেন ব্যক্তিগত ওয়েবসাইট। www.aamirkhan.com ঠিকানার এ সাইটে রয়েছে তার ছবি ‘ধোবিঘাট’ নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন। আরো আছে ব্লগ। সাইটটির ব্লগে প্রায় নিয়মিতই লিখে থাকেন আমির খান। বিভিন্ন পত্রিকায় তাঁকে নিয়ে ছাপা হওয়া লেখা, ব্যক্তিগত অনুভূতি, ক্রিকেট_নানা বিষয় উঠে আসে সেই ব্লগে। এখানে হাজারো ভক্ত প্রকাশ করেন নিজেদের অনুভূতি। প্রিয় তারকার ব্লগে কেউ মন্তব্য করতে চাইলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। পেজের ওপরের দিকের লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন আমিরের সঙ্গে সরাসরি ভিডিও চ্যাট করার ফেইসবুক লিংক।
ফেইসবুকে আমিরের যে ফ্যান ক্লাব রয়েছে তার সদস্য প্রায় ৩০ লাখ। যাঁরা ফ্যান ক্লাবটির সদস্য হতে চান তাঁরা আজই সার্চ করুন Aamir Khan লিখে।
টুইটারেও পিছিয়ে নেই মি. পারফেকশনিস্ট। ফলোয়ারের সংখ্যাও অনেক। মজার বিষয়, তিনি নিজে ফলো করছেন হাতেগোনা কয়েকজনকে। তাঁদের মধ্যে রয়েছে অভিষেক বচ্চন, করণ জোহর, ইমরান খান, সালমান খান এবং অমিতাভ বচ্চনের নাম।