প্রচ্ছদ > তথ্যপ্রযুক্তি > জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ এর নিবন্ধন শুরু
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ এর নিবন্ধন শুরু

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ এর নিবন্ধন শুরু

ইনফোপিডিয়া ডেস্ক :

প্রথমবারের মতো অনলাইনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরে। চতুর্থবারের মতো আয়োজিত প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামীকাল বিকেল চারটা পর্যন্ত। ‘জানুক সবাই দেখাও তুমি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রতিযোগিতাটি হয়ে আসছে। যেখানে দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে জাতীয় হাই স্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা হিসেবে অভিহিত করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে।

২০২০ সালের আয়োজনে থাকছে অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা, অনলাইন মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও জাতীয় প্রতিযোগিতা। এ আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), এই দুইটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই (http://online.nhspc.org) ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

প্রসঙ্গত, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ.কো এবং একাডেমিক সহযোগিতায় আরডেন্ট প্রোগ্রামার্স।

প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.nhspc.org)।

.

Comments

comments

Comments are closed.