আপনার পারসোনাল কম্পিউটার কি কেউ আপনার অজান্তেই ব্যবহার করছে? কিংবা আপনার পিসির ওপর নজরদারি করে যাচ্ছে? এ রকম কিছু ঘটতে থাকলে তা কীভাবে বুঝবেন? জেনে নেয়া যাক এরকম কিছু কার্যকরী কৌশল।
টাস্ক ম্যানেজার অথবা অ্যাক্টিভিটি মনিটর চেক
বিভিন্ন উৎস থেকে ম্যালওয়্যার আক্রশন করে থাকলে যেগুলোর আচরণ হবে ভিন্ন ভিন্ন। এর মধ্যে র্যানসমওয়্যারের মতো কিছু কিছু ম্যালওয়্যারের আক্রমণ ঠেকানো কঠিন। বাকিগুলো হালকা হলেও পিসিতে প্রভাব বিস্তার করেই থাকে। এর বাইরে স্পইওয়্যার কম্পিউটার ব্যবস্থার মধ্যে লুকিয়ে থাকে। আপনার টাইপ করা প্রতিটি গোপন পাসওয়ার্ড, সব ভিডিও কল এবং আপনার পাঠানো সব ইমেইলের ওপর নজর রাখতে পারে এটি। এক্ষেত্রে আপনাকে উইন্ডোজ পিসির ক্ষেত্রে টাস্ক ম্যানেজার এবং ম্যাকের ক্ষেত্রে অ্যাক্টিভিটিতে নজর রাখতে হবে। আপনার পিসিতে কি ঘটছে তা এ দুটি আপনাকে জানাবে।
পিসি ব্যবহারকারীরা যা করবেন
টাস্ক ম্যানেজার ওপেন করতে ctrl+shift+Esc চাপতে হবে। এর ফলে আপনার পিসিতে চলমান অ্যাপস এবং ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়াগুলো দেখতে পারবেন। আপনার সামনে আসা তালিকা দিকে খেয়াল করলে যদি অপরিচিত কোন নাম দেখতে পান তাহলে সার্চ দিন এবং দেখুন কি ঘটছে। কখনো কখনো দেখা যায় এসব প্রোগ্রাম এবং ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়াগুলো বৈধ এবং উদ্বেগের কিছু নেই, প্রথম দেখায় নামগুলো জানা থাকে না এটিই মূলত সমস্যা। অ্যাপ অথবা প্রক্রিয়াটি সমাপ্ত করতে রাইট বাটনে ক্লিক করে End task চাপতে হবে।
ম্যাক ব্যবহারকারী হলে
অ্যাক্টিভিটি মনিটর ওপেন করতে হলে কমান্ড+স্পেসবার চেপে স্পটলাইট সার্চ ওপেন করতে হবে। এরপর অ্যাক্টিভিটি মনিটর টাইপ করার পর এন্টার চাপতে হবে। এরপর তালিকাটি খেয়াল করে দেখতে হবে সেখানে অচেনা কোন নাম রয়েছে কিনা।এই প্রোগ্রাম বা প্রক্রিয়া সমাপ্ত করতে ডাবল ক্লিক করে কুইট এ চাপতে হবে।
আপ-টু-ডেট থাকুন, সুরক্ষিত থাকুন
পিসির সফটওয়্যার নিয়মিত আপডেট করা জরুরী । আপনি যখন ব্যস্ত থাকেন তখন সবসময় এগুলো সামনে চলে আসে এবং আপনি হয়তো উইন্ডোজের সর্বশেষ সংস্করন অথবা ম্যাকওএসগুলোয় এসব বাগ ও অন্যান্য ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে চান না। কিন্তু এরপরেও কম্পিউটার আপ-টু-ডেট রাখলে ভাইরাসের মতো ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষিত রাখা যায়। এড়ানো যায় অন্যের নজরদারি।
.